Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপাতত ক্রিকেটারদের বেতন কাটবেনা দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৭:৪৫ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে অনেক দেশের ক্রীড়া সংস্থাগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা, কর্মচারীদের বেতন কেটে নিচ্ছে। সম্প্রতি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার খেলোয়াড়রা, তাদের বেতনের ৭০ শতাংশ কাটতে সম্মতি জ্ঞাপন করেছে। গুঞ্জন উঠেছে ভারতীয় ক্রিকেটারদেরও বেতন কাটা হবে। কিন্তু এ দিক দিয়ে ভিন্ন রকম চিন্তা-ভাবনা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার। খেলোয়াড়দের বেতন কাটবে না তারা।

২০২০-২১ মৌসুমে খেলোয়াড়দের বেতন কাটবে না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আপাতত খেলোয়াড়দের বেতন কাটা হবে না বলে জানিয়ে দিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাক ফল। তবে এ সমস্যা দীর্ঘায়িত হলে ভবিষ্যতে বেতন কাটা হতে পারে বলেও জানিয়েছেন ফল।

খেলোয়াড়দের বেতন কর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমকে ফল বলেন, ‘আমাদের নিজেদের বাজেট আছে, সেখানে ভালো একটা অর্থ জমা আছে। এই মুহূর্তে পুরো মৌসুম চালানোর মতো সামর্থ্য আমাদের আছে।’

ঐ বাজেটের আওতায় খেলোয়াড়াও আছেন বলে জানান পল, ‘এই বাজেটটি কেন্দ্রীয় একটা প্রক্রিয়া এবং জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়রা এর আওতায় আছেন।’

এখন না হলেও ভবিষ্যতের জন্য হুঁশিয়ার দিয়ে রাখলেন পল, ‘তবে এটি কতদিন চালানো সম্ভব, তা বলা যাচ্ছে না। কারণ পরিস্থিতি কি হয় সেটা আমাদের দেখতে হবে। পরিস্থিতি কোন দিকে যায়, কতদিন এমন উদ্ভুত অবস্থা থাকে সেদিকে নজর রাখতে হবে। আর্থিক খাতে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন আসল ব্যাপার। তবে এই মৌসুমে খেলোয়াড়দের বেতন কম দেওয়ার কারণ দেখি না। সামনে খারাপ পরিস্থিতি আসলে, খেলোয়াড়দের বেতন কমাতে বাধ্য হব আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ