বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বর্তমানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর এবং সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজকে ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ পাওয়ার পর তিনি গতকাল (বৃহস্পতিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি জাপান সরকারের স্কলারশিপ নিয়ে কিয়োসু ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান ও ইলেকট্রনিকস বিষয়ে ২০০০ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চেক সরকারের বৃত্তি নিয়ে চেক প্রজাতন্ত্রের টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ব্রæনো থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। যোগদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ, প্রো-ভিসি প্রফেসর ড. মো: আসলাম ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর মো: নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল- হোসেন বিভাগীয় প্রধানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।