Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়রা কার্যনির্বাহী কমিটির নির্বাচন বেনজীর আহমদ সভাপতি ও রুহুল আমিন মহাসচিব নির্বাচিত

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আহমদ ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী বেনজীর আহমদ (সাবেক এম.পি) এবং মহাসচিব পদে ক্যাথারসীজ ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মো. রুহুল আমিন (স্বপন) নির্বাচিত হয়েছেন।
গত বুধবার ইস্কাটন রোডস্থ বায়রা ভবনের সম্মেলন কক্ষে কড়া নিরাপত্তা প্রহরায় বায়রার প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বাণিজ্য সংগঠনের পরিচালক মো. আবদুল মান্নান এর সভাপতিত্বে বায়রা নির্বাচন (২০১৬-২০১৮) বোর্ডের এর চেয়ারম্যান তোফায়েল আহমেদের পরিচালনায় বায়রার ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচিত কর্মকর্তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিক গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী, বায়রার সাবেক সভাপতি গোলাম মোস্তফা, হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ ও জাহারাত এসোসিয়েটের স্বত্বাধিকারী শফিকুল আলম ফিরোজ।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন উর্ধ্বতন সহ-সভাপতি ড. মোহাম্মদ ফারুক, সহ-সভাপতি-১ এম.এ. সোবহান ভূঁইয়া (হাসান), সহ-সভাপতি-২ কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সহ-সভাপতি-৩ মোহাম্মদ আব্দুল হাই, যুগ্ম-মহাসচিব-১ মোহাম্মদ ওবায়দুল আরীফ, যুগ্ম-মহাসচিব-২ শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্ম-মহাসচিব-৩ মিজানুর রহমান ভূঁইয়া, অর্থ সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক সচিব কে.এম. মোবারাক উল্লাহ (শিমুল), জনসংযোগ সচিব মো. শওকত হোসেন সিকদার, সদস্য কল্যাণ সচিব মোহাম্মদ বশির। এছাড়া কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন রিয়াজ-উল-ইসলাম,মোহাম্মদ হাবিবউল্ল্যাহ, গোলাম মোস্তফা (বাবুল), মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নূরুল আমিন, আলহাজ্ব এমদাদ উল্লাহ, মো. শহীদ উল্ল্যাহ, মো. আশরাফ আলী সরদার, মো. রেদোয়ান খান (বোরহান), জাকির উদ্দিন পাটোয়ারী, মতিউর রহমান খান, মিজানুর রহমান, ফজলুল মতিন তৌহিদ ও মেহেরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়রা কার্যনির্বাহী কমিটির নির্বাচন বেনজীর আহমদ সভাপতি ও রুহুল আমিন মহাসচিব নির্বাচিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ