Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট করে হলেও আইপিএল চায় রাজস্থান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ৪:৪৭ পিএম

করোনাভাইরাস যে ভাবে ছড়িয়ে পড়ছে, তাতে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় প্রবল। এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক মনোজ বাদালে ছোট করে হলেও আইপিএল আয়োজনের পক্ষে আওয়াজ তুললেন।

তার মতে, যদি প্রয়োজন হয়, তবে ফাঁকা স্টেডিয়ামেও হতে পারে আইপিএল। বিবিসি ফাইভ লাইভ-এ তিনি বলেছেন, ‘আমার মনে হয়, কোনও না কোনও ভাবে আইপিএল হবেই। সম্ভবত কাটছাঁট করে ছোট আকারে তা হবে। ক্রিকেটের পক্ষে আইপিএল খুব গুরুত্বপূর্ণ। ফলে বিভিন্ন দেশের বোর্ড যদি একসঙ্গে কাজ করতে আগ্রহ দেখায়, তবে আইপিএল হতেই পারে। যদি শুধু ঘরোয়া ক্রিকেটারদের নিয়েই আইপিএল করতে হয়, তা হলেও আয়োজন করা উচিত।’

মনোজ বাদালের কথায়, ‘আইপিএল বিশ্বের সেরা ক্রিকেটারদের কাছে আর্থিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। আয়োজকদের কাছেও এটা আর্থিক ভাবে তাৎপর্যের। সম্প্রচারকারী সংস্থার কাছেও তাই। আইপিএল না হলে সেই কারণেই শুধু ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবে না। বরং আরও অনেকের জীবিকা নির্ভর করছে এর উপর। আমাদের তাই দায়িত্ব রয়েছে এটা কোনও না কোনও ভাবে আয়োজনের।’

ভারত এখন ২১ দিনের লকডাউনে কার্যত স্তব্ধ। করোনার জেরে এক বছর পিছিয়ে গিয়েছে অলিম্পিক্স, ইউরো, কোপা আমেরিকার মতো প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে মনোজ বাদালে বলেছেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগের মতো আইপিএলেও আবহ একটা বড় ব্যাপার। কিন্তু, এটা ব্যতিক্রমী সময়। সে দিক দিয়ে খেলাধূলাকে দেখতে হবে। ক্রিকেট অর্থনীতিকে বাঁচাতে তেমন হলে দরজা বন্ধ করেই আইপিএল হতে পারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ