Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে আ’লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ৩

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি আবাসন প্রকল্পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রæপের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গত বুধবার মধ্য রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় এনআরবি ফেয়ার ডিল প্রপার্টিজ নামে একটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। ওই আবাসন প্রকল্পের বালু, ইটসহ বিভিন্ন মালামাল দেয়ার দায়িত্ব পান স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হক। একই এলাকার যুবলীগ নেতা আলতাফ হোসেনও ওই আবাসন প্রকল্পের বালু, ইটসহ মালামাল দেয়ার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হকের সঙ্গে যুবলীগ নেতা আলতাফ হোসেনের বিরোধ চলে আসছিল। আবাসন প্রকল্পের আধিপত্য নিয়ে প্রায় সময়ই তাদের দু’গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এনআরবি ফেয়ার ডিল প্রপার্টিজ নামে আবাসন প্রকল্পের ইট লুট করা নিয়ে আব্দুল হক গ্রæপের সঙ্গে আলতাফ গ্রæপের রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন ছোটাছুটি করতে শুরু করে। সংঘর্ষে উভয় গ্রæপের আব্দুল হক, তার স্ত্রী মুজিরুন নেছা, শফিকুল ইসলাম, সেলিম, বশির আহাম্মেদ, তারেক, শারমিন বণিক, সবুজসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সেলিম ও বশির আহাম্মেদকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শফিকুল ইসলাম, সবুজ ও শারমিন বণিককে গ্রেফতার করেছে। এদিকে, ইট লুটের অভিযোগ এনে এনআরবি ফেয়ার ডিল প্রপার্টিজের এক্সকিউটিভ অফিসার হাজী আবুল কালাম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফোরকান সিকদার ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উভয় পক্ষ থেকে অভিযোগ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে আ’লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ