Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

৩০ এপ্রিল পর্যন্ত 

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের বিস্তারের কারণেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় নির্দেশাবলী বাড়িয়ে জনগণকে আরো ৩০ দিন অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত ঘরে থাকবার নির্দেশ দিয়েছেন। নিষেধাজ্ঞায় বয়স্ক লোকজন এবং যাদের অন্যান্য শারীরিক অসুস্থতা রয়েছে, তাদের ঘরে থাকবার পরামর্শ দেয়া হয়েছে। ভিওএ।

চাকরিচ্যুত অ্যাংকর
করোনা ভাইরাস নিয়ে বিরূপ মন্তব্য করে বিপাকে পরেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফক্স নিউজের অ্যাংকর ট্রিশ রিগ্যান। তাকে ইতিমধ্যে চাকরিচ্যুত করেছে গণমাধ্যমটি। এর আগে গত ৯ মার্চ তার অনুষ্ঠানে ট্রিশ রিগ্যান করোনা ভাইরাসকে একটি রাজনৈতিক ধোঁকা হিসেবে
মন্তব্য করেছিলেন। তার দাবি ছিল, করোনা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে
বিপদে ফেলতে ডেমোক্রেটদের প্রচারণা। ফক্স নিউজ।

২০২১’র প্রথম দিকে
যুক্তরাষ্ট্রের বৃহৎ ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান জনসন ও জনসন বলেছে, মানুষের উপর পরীক্ষাম‚লক করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে এবং এই ভ্যাকসিনটি আগামী বছরের শুরুর দিকে জরুরি ব্যবহারের জন্য ব্যবহার করা যাবে। ভ্যাকসিনের মানবিক পরীক্ষাগুলি সফল হলে এটি ১ বিলিয়ন ডোজ বেশি ভ্যাকসিন উৎপাদন করতে
সমর্থ হবে। ভিওএ।

ঘণ্টায় ঘণ্টায় সেলফি
হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে সরকারকে। এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের কর্ণাটক সরকার। রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা যাতে মিথ্যা বলতে না পারেন তাই এ সিদ্ধান্ত। তাই সেলফি তুলে পাঠানোর জন্য
একটি সাইট খুলেছে রাজ্য সরকার। এনডিটিভি।


মার্কিন সেনার মৃত্যু
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এ ইউরোপ ও আমেরিকায় অপেক্ষাকৃত ভয়ঙ্কর হয়ে উঠেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সেনাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। মৃত ওই সেনা ছিলেন নিউজার্সি
আর্মি ন্যাশনাল গার্ডসম্যানের সদস্য। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ