Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত ৮ লাখ ছাড়াল : মৃত প্রায় ৩৯ হাজার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ৫:৪৩ পিএম

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেল এবং মৃতের সংখ্যা ৩৯ হাজার ছুঁইছুঁই করছে। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের আক্রান্ত সংখ্যা ৮ লাখ ১ হাজারর ৬১ জন এবং মৃতের সংখ্যা ৩৮ হাজার ৭৪৯ জন। তবে সুস্থ হয়ে পরিবারে ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ীতে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৩১৭ জন।
ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে, আক্রান্তদের মধ্যে ২ লাখ ১১ হাজার ৬৬ জনের ফাইল বন্ধ করা হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৩৮ হাজার ৭৪৯ জন (১৮ শতাংশ) এবং সুস্থ হয়ে বাড়ীতে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৩১৭ জন (৮২ শতাংশ)।
এদিকে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকা ৫ লাখ ৮৯ হাজার ৯৯৫ জন রোগীর মধ্যে ৩০ হাজার ২৮৯ জন (৫ শতাংশ) শঙ্কায় রয়েছেন এবং হাল্কা আক্রান্ত রয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৭০৬ জন (৯৫ শতাংশ)।
ওদিকে মঙ্গলবার মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছে ফ্রান্স। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে আজ মারা গেছে ৪৭৩ জন। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৮৯ জন এবং মোট আক্রান্ত ৯৪ হাজার ৪১৭। আজ একদিনেই আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৬১ জন।
মৃতের সংখ্যায় এর পরে রয়েছে বেলজিয়াম। দেশটিতে আজ ১৯২ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৫ জনে। ৮৭৬ জন আক্রান্ত মিলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৫।
তৃতীয় অবস্থানে রয়েছে ইরান (১৪১ জন)। দেশটিতে মোট মৃত ২ হাজার ৮৯৮ এবং আক্রান্ত ৩ হাজার ১১০ জন বেড়ে ৪৪ হাজার ৬০৫। এদিন আরো মারা গেছে অস্ট্রিয়ায় ২০ জন, যুক্তরাষ্ট্রে ১৭, সুইজারল্যান্ড ১৪, ইন্দোনেশিয়া ১৪, ডেনমার্ক ১৩ এবং ফিলিপাইনে জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ