Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে প্রশাসন সরব, হাট বাজারগুলোতে কমছে না জনসমাগম

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ২:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও হাট বাজারগুলোতে হ্রাস পাচ্ছে না জনসমাগম। নভেল করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখছে না মানুষজন। গত দুই দিন উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে এমনই চিত্র লক্ষ করা গেছে। উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন প্রতিনিয়ত গ্রাম পর্যায়ের হাট-বাজারগুলোতে সচেতনতামূলক প্রচারণাসহ বিশেষ প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য চালাচ্ছে বিভিন্ন ধরনের প্রচারণা। কিন্তু গ্রাম পর্যায়ের এসব মানুষজন হাট-বাজারগুলোতে সমাবেত হচ্ছেই। করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার সারাদেশে সাধারণ ছুটিসহ বিভিন্ন এলাকা লকডাউন ঘোষনা করায় মানুষজন শহর ছেড়ে গ্রামে চলে আসে। কিন্তু গ্রামে এসে কোয়ারেন্টাইন না মেনে অকারণেই হাট-বাজারগুলোতে ভীড় করতে দেখা যাচ্ছে। মানছেন না সামাজিক দুরত্ব এবং সরকারি নিয়ম-কানুন। সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি বাজারে গিয়ে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুরত্ব না মেনে হাট-বাজারগুলোতে কেনাকাটায় ব্যস্ত সময় পাড় করছে তারা। প্রশাসন বাজারগুলোতে জনসমাগম এরাতে অভিযান চালালেও অভিজানের পর পুনরায় মানুষজন চলে আসে বাজারে। হাটবাজারে আসা কিছু সচেতন মানুষজন জানায়,লকডাউন করা ছাড়া মানুষের এই সমাগম বন্ধ করা সম্ভব নয়। হাট-বাজারের দোকানগুলো যদি নির্ধারিত সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য কেনাকাটা ছাড়া বন্ধ থাকে তবে জনসমাগম থাকবেনা ।

এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী জানান,হাটবাজারে যাতে মানুষজনের সমাগত না হয় আমরা উপজেলা প্রশাসন,থানা পুলিশ নিয়ে প্রতিদিন মনিটরিং করছি। সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ করার তারপরও মানুষজন নির্দেশনা মানছেন না তা খুবই দুঃজনক। সকলের আন্তরিক প্রচেষ্টা ছাড়া আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ