Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ১ : আহত ২৫ বাড়িঘরে অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুইটি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সংঘর্ষগুলোতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে ১০টি বাড়িঘরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৪০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সোমবার সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারটা পর্যন্ত সদর উপজেলার তেলকুপি ও পৌর এলাকার পুঠিয়াবাড়িতে থেমে থেমে এই সংঘর্ষ ও ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ি ও খোকশাবাড়ি ইউনিয়নের তেলকুপি গ্রামবাসির মধ্যে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় সোমবার সকাল আটটার দিকে ফুলবাড়ি গ্রামের কতিপয় যুবক তেলকুপি গ্রামের বারিক ও লিটনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। একই সময়ে তেলকুপি গ্রামবাসির উপরও হামলা চালানো হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ১ : আহত ২৫ বাড়িঘরে অগ্নিসংযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ