Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

উজ্জ্বল নক্ষত্রের বিদায়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বিখ্যাত গায়ক জো ডিফি গত শুক্রবার নিজেই জানিয়েছিলেন তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এই তথ্য জানানোর ৪৮ ঘণ্টা পর টেনিসের ন্যাশভিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬১ বছরের ডিফি।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায় জন্ম ডিফির। ২৫ বছরের বেশি সময় ধরে গ্র্যান্ড ওল ওপ্রি-র সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নোয়ামি জুড বলেন, ‘কান্ট্রি মিউজিক আজ এক উজ্জ্বল নক্ষত্র হারাল।’
অনন্য কাজের জন্যে তিনি গ্র্যামি পুরস্কারও পেয়েছেন। তানিয়া টাকার বলেন, ‘আমার বন্ধু এবং সাম্প্রতিক সময়ের অন্যতম শ্রেষ্ঠ গায়ক চলে গেলেন। আমরা সমবয়সী। খুব ভয় করছে। তার আওয়াজ, হাসি, গান সবকিছু ভীষণ মিস করব।’ সূত্র : নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ