Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দান করে প্রচার করার সমালোচনায় অমিত হাসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শোবিজ জগতের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে তাদের সহায়তার ব্যাপারে জানা যায়। তবে দান করে ছবি তুলে ফেসবুকে দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা অমিত হাসান। ফিল্ম ক্লাবের সভাপতি অমিত হাসানকে সহযোগিতা করতে দেখা যায়নি। এ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘দান করে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অর্থ কী? আমি তা বুঝি না। হাদিসেই আছে, কেউ এক হাতে দান করলে যেন তার অন্য হাত না জানে। আমি এই কথাটি মনেপ্রাণে মেনে চলি। তবে যারা সহযোগিতা করছেন অসহায় মানুষকে আমি তাদের সবাইকে সাদুবাদ জানাই।’ তিনি বলেন, ‘আমি আপাতত আমার ফ্যামিলির সঙ্গে বাসায় আছি। তবে আমি আমার এলাকায় বিভিন্ন মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আর ফিল্ম ক্লাবের সবাই এখন বাসায় আছেন। তাই একত্রিত হয়ে কিছু করা হচ্ছে না। তবে অনেকেই নিজেদের জায়গা থেকে কাজ করে যাচ্ছেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অমিত-হাসান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ