Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবেলায় ক্ষুদ্র অর্থায়ন সংস্থাগুলোর কার্যক্রম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ৭:১৩ পিএম

করোনা মোকাবেলায় সরকার গৃহীত ব্যাপক কার্যক্রমের পাশাপাশি ক্ষুদ্রঅর্থায়ন সংস্থাসমূহও তাদের তিন কোটি সদস্যের পাশে এসে দাঁডিয়েছে। সংস্থাগুলো লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও শ্রমজীবি মানুষদের নানাবিধ সহায়তা প্রদান করছে। অতীতে বিভিন্ন দূর্যোগে সরকারি সেবার পাশাপাশি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত মানুষকে নিবিড় সেবা প্রদান করেছে। এর মধ্যে খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান এবং সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। একটি ক্ষুদ্রঋণ সংস্থা করোনা রোগীদের জন্য ৫০ শয্যার একটি হাসপাতাল ইতোমধ্যে প্রস্তত করেছে। এ সংস্থাটি ডাক্তার ও নার্সদের মধ্যে বিতরণের জন্য ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রস্তত করেছে এবং শ্রমজীবি ২ হাজার রিক্সাচালকদের মধ্যে খাদ্য বিতরণ করছে। অন্য আরেকটি ক্ষুদ্রঋণ সংস্থা ঢাকার বাইরে করোনা রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে তাদের হাসপাতাল প্রস্তত রেখেছে। বিনামুল্যে এম্বুলেন্স সেবা দিচ্ছে। সকল ক্ষুদ্রঋণ সংস্থাই তাদের সাধ্যমত সদস্য ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও মাস্ক, সাবান, স্যানিটাইজার, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও অডিও-ভিজুয়্যাল কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি গ্র্রাম-গঞ্জে মাইকিং করেও মানুষকে সচেতন করছে। রোহিঙ্গাদের মধ্যে স্থানীয় ভাষায় লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনীর ব্যবস্থা করেছে। ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের নেটওয়ার্কিং প্রতিষ্ঠান ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে ত্রান, সচেতনতা ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল সদস্য ক্ষুদ্রঋণ সংস্থার প্রতি আহবান জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ