বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশকে জাহাজ আমদানি ও রিসাইক্লিং করতে শিল্প মন্ত্রণালয়ের দেয়া অনুমোদন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ফলে পুরনো জাহাজ আমদানি, ভাঙ্গা ও প্রক্রিয়াকরণে শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশের আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবিরা। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এএম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন শাহরিয়ার কবির। পরে শাহরিয়ার কবির বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। জাহাজ আমদানি, ভাঙ্গা ও প্রক্রিয়াজাতকরণের অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশকে গত ২০ ডিসেম্বর অনুমোদন দেয় শিল্প মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন পক্ষে হাইকোর্টে রিট করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ জানুয়ারি হাইকোর্ট ওই অনুমোদনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিতের পাশাপাশি অনুমোদন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে অ্যাসোসিয়েশন অফ শিপ রিসাইক্লিং ইন বাংলাদেশ ২৪ জানুয়ারি চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।