Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী ক্রিকেটারদের পাশেও বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ৩:০৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে যারা চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ১২টি দলে রয়েছেন, তাদের এককালীন দেওয়া হবে ৩০ হাজার টাকা করে।এবার নারী ক্রিকেটারদের পাশেও দাঁড়াল দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। ২০১৮-১৯ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ ও বিসিবির চলতি মৌসুমের সিলেকশন ক্যাম্পে থাকাদের এককালীন ২০ হাজার টাকা করে দেবে বিসিবি।

আজ (সোমবারÑ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে বিসিবি। কোভিড-১৯ সংক্রমণ থেকে বাঁচতে এরইমধ্যে নারী ক্রিকেটের সব ম্যাচ, টুর্নামেন্ট আর ক্যাম্প স্থগিত হয়ে গেছে।

সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পুরুষ ক্রিকেটারদের মতো বেশিরভাগ নারী ক্রিকেটারও উপার্জনের জন্য ঘরোয়া ক্রিকেটের দিকে ঝুঁকেন। এছাড়া নারী খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ শিবির নির্ধারিত ছিল যা কোভিড-১৯ এর কারণে থমকে গেছে। সব মিলিয়ে ক্রিকেটাররা ক্রিকেট ছাড়া সময় অতিক্রান্ত করতে বাধ্য হচ্ছেন, এমন একটা সময়ে ক্রিকেটারদের আমাদের সমর্থন প্রয়োজন।’

সেই তাগিদ থেকেই এবার নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ