Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতন কমতে পারে ইংলিশ ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ২:৫৫ পিএম

মহামারী করোনাভাইরাসের প্রভাবে ক্ষতির সম্মুখীন একাধিক দেশের ক্রিকেট বোর্ড। এ কারণেই এবার পারিশ্রমিক কমে যেতে পারে ইংল্যান্ডের ক্রিকেটারদের। দেশটির গণমাধ্যম তেমনই ইঙ্গিত দিয়েছে। করোনার প্রভাবে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন যাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট গভর্নিং বডি। এ কারণে জো রুট, বেন স্টোকসদের পারিশ্রমিক কমে যেতে পারে। প্রাণঘাতি এই ভাইরাস সংক্রমণের আতঙ্কে এরমধ্যেই বাতিল হয়েছে রুটদের শ্রীলঙ্কা সফর।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ঘরোয়া টুর্নামেন্ট সহ সমস্ত পেশাদার ক্রিকেট স্থগিত। মে মাসের আগে কোন কিছুই শুরুর সম্ভাবনা নেই।

পরিস্থিতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ইংল্যান্ড সফর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দু’টি টেস্ট সিরিজ সম্ভবত হচ্ছে না। জুন-আগস্টে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের। সেই সিরিজ নিয়েও আছে শঙ্কা। সব মিলিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে ইংলিশ ক্রিকেট বোর্ড।

গত বছর কেন্দ্রীয় চুক্তিকে ১০জনকে টেস্টে চুক্তিবদ্ধ করে ইসিবি, সংক্ষিপ্ত সংস্করণে চুক্তির আওতায় আনা হয় ১২জনকে। িব্রিটশ গনমাধ্যম টাইমস জানাচ্ছে, তিন মাসের শাটডাউনে বেতন কাটা হলে, জো রুট-বেন স্টোকস-জস বাটলারের প্রায় ২ লাখ পাউন্ডের মতো কাটা যাবে। যারা তিন সংস্করণেই চুক্তিবদ্ধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ