মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে সিরিয়ায় এই প্রথম মৃত্যুবরণ করেছে এক নারী। রোববার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংবাদে বলা হয়, করোনায় সিরিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। এটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম মৃত্যু বলে সরকারিভাবে জানানো হয়েছে। করোনা ভাইরাসে এ পর্যন্ত দেশটিতে পাঁচজন আক্রান্ত হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে চিকিৎসকরা জানিয়েছে এর সংখ্যা আরও বেশি। বিষয়টি অস্বীকার করে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, করোনা মোকাবিলায় লকডাইনসহ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।
করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।