বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে একজন। এ ছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন নতুন ৪ জনসহ ১৯ জন। পাশাপাশি মৃত্যুবরণ করেছেন ৫ জন। সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা ১৫৩টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে এক জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তার তার বয়স ২০ বছর। কিভাবে তারমধ্যে সংক্রমণ হয়েছে সে সম্পর্কে পরে জানানো হবে। মানে সর্বমোট সংক্রমিত রোগীর সংখ্যা ৪৯। ইতোমধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘন্টায় আইইডিসিআর'র হটলাইনে ফোন এসেছে ৭১ হাজার ২৬৬টি। এ পর্যন্ত ফোন এসেছে ৯ লাখ ৫৫ হাজার ৪৩৫ টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।