প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আবারও অসুস্থ হয়ে পড়েছেন প্রথিতযশা সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকী আখন্দ। গত সপ্তাহে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন। তার ব্যক্তিগত সহকারী সজীব দাস জানান, হঠাৎ করেই তিনি পিঠে ও কোমরে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে বারডেমে ভর্তি করানো হয়েছে। তার শারীরিক অবস্থা এখন বলা যাচ্ছে না। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। উল্লেখ্য, গত বছরের বছরের নভেম্বর থেকে ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি ছিলেন লাকী আখন্দ। সেখানে তাকে কেমোথেরাপি দেয়া হয়। কেমো শেষে ২৬ মার্চ তিনি দেশে ফেরেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ফুসফুসে ক্যান্সার নিয়ে ব্যাংককের পায়থাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।