Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সড়কে প্রাণ হারালেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ১২:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আহমেদ চৌধুরী জুয়েল (৪২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের পৌরশহরের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ আহমেদ চৌধুরী জুয়েল আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের মো. মুস্তফা চৌধুরীর ছেলে। তিনি বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ছিলেন।

আহতরা হলেন- উপজেলার ভবানীপুর গ্রামের রিপন মিয়ার ছেলে প্রান্ত (১৮), একই এলাকার গেদু মিয়ার ছেলে ফারুক (৩০) এবং পৌরশহরের রাধানগর গ্রামের হারুন অর রশীদের ছেলে নাঈম (১৮)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ