পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যশোরের মনিরামপুর এসিল্যান্ড (সদ্য প্রত্যাহারকৃত) সাইয়েমা হাসানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণূ মন্তব্য করার অভিযোগে মামলা করা হয়েছে। রোববার রাতে এসিল্যান্ড সাইয়েমা হাসান বাদি হয়ে মনিরামপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পরপরই ডিবি পুলিশ জাফর আহম্মেদ নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে। মনিরামপুর থানার ওসি(সার্বিক) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরামপুর থানার ওসি(তদন্ত) শিকদার মতিয়ার জানান, ঢাকার যাত্রাবাড়ি এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা জাফর আহম্মেদ তার ফেসবুক আইডিতে এসিল্যান্ড সাইয়েমা হাসানকে নিয়ে কুরুচিপূর্ন স্ট্যাটাস পোষ্ট করেন। এ ঘটনায় সাইয়েমা হাসান বাদি হয়ে জাফর আহম্মেদকে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে রোববার রাতে মনিরামাপুর থানায় আইসিটি এ্যাক্টে(ডিজিটাল নিরাপত্তা আইন) মামলা করেন। অপরদিকে এসিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করার অভিযোগে উপজেলা সহকারি প্রোগ্রামার প্রল্লার্দ দেব নাথ বাদি হয়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে অপর একটি মামলা করেন। ঢাকা মহানগর উত্তর ডিবি পুলিশ ইতিমধ্যে ওই ব্যাংক কর্মকর্তা জাফর আহম্মেদকে গ্রেফতার করে। ঢাকা মহানগর উত্তর ডিবি পুলিশের এডিসি শাজাহান সাজু ব্যাংক কর্মকর্তাকে আটকের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, জাফর আহম্মেদকে রোববার ঢাকা থেকে গ্রেফতার করা হয়। মনিরামপুর থানার ওসি(সার্বিক) রফিকুল ইসলাম পৃথক দুইটি মামলা করার সত্যতা নিশ্চিত করে জানান,ইতিমধ্যে থানা থেকে পুলিশের একটি টিম ঢাকায় রওনা হয়েছে গ্রেফতারকৃত ব্যাংক কর্মকর্তা জাফর আহম্মেদকে আনার জন্য।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় লোকসমাগম ঠেকাতে মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলার চিনাটোলা বাজারে অভিযানের সময় ৩জন বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রাখেন। যে ছবি ফেসবুকে ভাইরাল হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।