বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বন্দর দিয়ে আসা ওষুধের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় পণ্য দ্রুত ছাড় করানো হচ্ছে। একইসঙ্গে আমদানি ভোগ্যপণ্য ছাড়েও দেয়া হচ্ছে অগ্রাধিকার। আমদানিকারকেরাও অতি দ্রুত এসব পণ্য খালাস নিতে পেরে খুশি। তবে শিল্পের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতিসহ অন্যান্য পণ্য খালাসে এ মুহূর্তে তেমন আগ্রহ নেই অনেকের।
বন্দরের কর্মকর্তারা জানান, টানা ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘণ্টা সচল রয়েছে। রেলওয়ে বন্দর থেকে পণ্য বিশেষ করে খাদ্যপণ্য পরিবহনে প্রতিদিন গড়ে ছয়টি ট্রেন পরিচালনা করছে। এর ফলে দেশে খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।