Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেনির প্রথম প্রতিদিনের ধারাবাহিক

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গুণী নির্মাতা মাসুদ মহিউদ্দিনের নির্দেশনায় এর আগে দর্শকপ্রিয় অভিনেত্রী জেনি বেশকিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। সেসব নাটকে জেনির অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। সেসব নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ইয়ারকম’, ‘দেব এ্যান্ড’, ‘নীল নাগরিক’ , ‘নির্বিকার মানুষ’। তবে এবার পরিচালক মাসুদ মহিউদ্দিন জেনিকে একেবারে নতুনরূপে দর্শকের সামনে নিয়ে আসছেন। এমন একটি চরিত্রে জেনিকে রূপদান করেছেন পরিচালক যা আগে কখনোই দর্শক এধরনের চরিত্রে দেখেননি। রূপান্তরের রচনায় ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় প্রতিদিনের ধারাবাহিক ‘নগর জোনাকী’ নাটকে চ্যালেঞ্জিং চরিত্র ‘রাখি’রূপে দেখা যাবে জেনিকে। রাখি একজন ক্যারিয়ারিস্ট মেয়ে। ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে যেতে যা যা করা দরকার তার সবই করেন রাখি। কিন্তু একটি সময় এসে রাখির অনুভব হয় যে অসৎ উপায়ে কোনো মানুষই শীর্ষস্থানে যেতে পারে না। এমনই গল্প নিয়ে জেনিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে প্রতিদিনের ধারাবাহিক ‘নগর জোনাকী’। এতে অভিনয় প্রসঙ্গে জেনি বলেন, ‘যারা বাংলাদেশের চ্যানেলে বাংলাদেশের নাটক দেখতে ভুলে যাচ্ছেন তারা এই ধারাবাহিকটি দেখার পর আবারো দেশের নাটক দেখার অভ্যাসে ফিরে আসবেনই। এটা আমার প্রচ- আত্মবিশ্বাস। মাসুদ মহিউদ্দিন ভাই যথেষ্ট সময় নিয়ে গবেষণা করে এটি নির্মাণ করেছেন যা দর্শকের কাছে ভালোলাগার জন্ম দেবে। আমি সত্যিই খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ পরিচালক মাসুদ মহিউদ্দিন বলেন, ‘দর্শক জেনির মাঝে নতুন এক ঝলক দেখতে পাবেন যা নতুন এক জেনিরও জন্ম দেবে নির্মাতা দর্শকের মাঝে।’ আজ রোববার থেকে বৈশাখী টিভিতে রাত ৯.১৫ মিনিটে ‘নগর জোনাকী’ ধারাবাহিকটির প্রচার শুরু হবে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার এটি একই সময়ে প্রচার হবে এবং শুক্রবার একটি নির্দিষ্ট সময়ে ধারাবাহিকটির পাঁচ পর্ব একসঙ্গে প্রচার হবে। এদিকে জেনি অভিনীত মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘মায়াবন বিহারিনী’ ধারাবাহিক নাটকটিও শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেনির প্রথম প্রতিদিনের ধারাবাহিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ