Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ব্যবসায়ীর

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে সিলেটের ওসমানীনগরের যুবক মৎস্য ব্যবসায়ী হেলাল মিয়া (২৪)। সে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব সিরাজনগর প্রকাশিত একাচারী  গ্রামের আব্দুন নূরের ছেলে। হেলাল নিখোঁজের পর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে ওসমানীনগর ও মৌলভীবাজার মডেল থানা পুলিশের টানাটানির কারণে জিডি করতে পারেনি। অবশেষে নিখোঁজ হেলালের বোন সুনারা বেগম করা জিডি গত ১২ জুলাই ওসমানীনগর থানা গ্রহণ করে। জিডি সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে মাছ শিকার করে ৯ জুলাই শনিবার ভোরে মাছ বিক্রি করার জন্য মৌলভীবাজার শহরের মৎস্য আড়তের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মাছ বিক্রি করে সে বাড়িতে ফিরে আসে নাই। ফিরে না আসায় সকাল সাড়ে ১১টায় হেলালের সাথে থাকা মোবাইলে ফোন করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে হেলালের আত্মীয়স্বজন মৌলভীবাজার শাহ মোস্তফা আড়তের মালিক ফরহাদের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, সে মাছ বিক্রি করে সেখান থেকে চলে গেছে। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। গত শনিবার রাত ১১টার দিকে মৌলভীবাজার শহরস্থ কুসুমবাগ সড়কের ওপর হেলালের মাছ বহন করার ডোলা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। নিখোঁজ হেলালের বড় ভাই বেলাল বাবুর্চি বলেন, ‘আমার ভাই হেলাল নিখোঁজ হবার পর রাতেই মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি করতে যাই। কিন্তু থানা পুলিশ আমার জিডি নথিভুক্ত না করে ওসমানীনগর থানায় জিডি করতে বলে। গত রোববার ওসমানীনগর থানায় জিডি করতে গেলে ওসমানীনগর থানা পুলিশও সাধারণ ডায়েরি করতে অপারগতা জানিয়ে মৌলভীবাজার থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়।’ অবশেষে নিখোঁজ হেলালের বোনের দায়ের করা জিডি ওসমানীনগর থানা গ্রহণ করে। ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী সাধারণ ডায়েরির সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছয় দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ব্যবসায়ীর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ