Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেরপুরে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বুধবার রাতে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনকালে স্টেডিয়াম মিলনায়তনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকতাদের দাবির প্রেক্ষিতে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় তার বক্তৃতায় শেরপুরে একটি ইনডোর স্টেডিয়াম ও একটি জিমনেসিয়াম নির্মাণের ঘোষণা দেন। একইসাথে তিনি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের গ্যালারি সম্প্রসারণ, মিডিয়া সেন্টার নির্মাণসহ ডিএসএ, ডিএফএ ও মহিলা ক্রীড়া সংস্থার জন্য ১ লাখ ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিএসএ সেক্রেটারি নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুরে মতবিনিময় সভা

৩ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ