রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের ৯ম শ্রেণীর ছাত্র ইয়ামিনের ওপরে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কাকাইল মোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কবি নজরুল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। জানা গেছে, গত ১১ জুলাই সন্ত্রাসী স্বপন, মঞ্জুর, রনি, আশিক, আনার, শরিফ ও বাবুলসহ বেশ কয়েকজন স্কুলের শ্রেণী কক্ষের ভিতরে প্রবেশ করে পূর্বশত্রুতার জের ধরে ৯ম শ্রেণীর ছাত্র ইয়ামিনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার ৬/৭টি দাঁত ভেঙ্গে যায়। বর্তমানে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে ইয়ামিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ইয়ামিনের বাবা বাদি হয়ে মামলা করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রসঙ্গত, স্কুলছাত্র ইয়ামিনের ওপর হামলার ফলে ১১ জুলাই দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।