Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে প্রস্তুত করোনা রেসপন্স টিম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ৮:২২ পিএম

করোনাভাইরাস সংক্রমণে নগরবাসীকে জরুরি সেবা প্রদানে রেসপন্স টিম গঠন করেছে নগর পুলিশ। শনিবার নগরীর দামপাড়ায় এ টিমের মহড়া অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহাবুবর রহমান সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে এ টিম গঠন করেন।
১১ সদস্যের এ টিমে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও পুলিশ সদস্য রয়েছেন।
এই টিম করোনাভাইরাস প্রতিরোধে পিপিই, অন্যান্য সরঞ্জাম ও ২টি এ্যাম্বুলেন্স নিয়ে সর্বদা প্রস্তুত থাকবে। কোন পুলিশ সদস্য আক্রান্ত হলে তাৎক্ষণিক প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করবে। এ টিমের সদস্যরা নগরীতে যেকোন কাউকে আইসোলেশন বা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করবে।
এছাড়াও আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খাদ্য, ঔষধ ও অন্যান্য সহায়তা পৌঁছে দিবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা রেসপন্স টিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ