Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ৭:৪২ পিএম

গাজীপুর সিটি করপোরেশনে বাইমাইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আফতাব উদ্দিন রাজ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফতাব উদ্দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুলিয়াদি এলাকার বাসিন্দা।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জলিল মিয়া জানান, সিএনজিচালিত অটোরিকশাযোগে আফতাব উদ্দিন কোনাবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় বাইমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আফতাব উদ্দিনসহ ২/৩ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক আফতাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ