Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরাগ থেকে যুবকের লাশ উদ্ধার

সাভার (ঢাকা) থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ৩:০৬ পিএম

ঢাকা জেলার সাভারের আমিনবাজারে তুরাগ নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কাউন্দিয়া এলাকার তুরাগ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তুরাগ নদী থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে পচন ধরায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাভার মডেল একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরাগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ