Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ৫০ হাজার ছাড়ালো হোম কোয়ারেন্টাইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১২:০২ এএম

দেশে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়ে গেছে। গতকাল পর্যন্ত সারাদেশে মোট ৫০ হাজার ৫৩২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে তাদের মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পর ২০ হাজার ৮৫৫ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৯ হাজার ৬৭৭জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ৩ হাজার ৩৫১ জন। একই সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ২৯১ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, হোম কোয়ারেন্টাইন ছাড়াও হাসপাতাল ও অন্যান্য স্থানে এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ২৩ জন।
যশোর : যশোরে ২৪ ঘণ্টায় ১৪৮ জনসহ মোট ২০৪৯ জন হোম কোয়ারেন্টাইনে। গতকাল সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোর ২৫ বেড হাসপাতাল কোয়ারেন্টাইন থেকে ঝুমঝুমপুরের হাফিজুর রহমান নামে একজন বাড়ি ফিরে গেছেন। সার্বিক দৃষ্টিতে যশোর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থা ভালো।
এদিকে, করোনাভাইরাস সংক্রামক রোধে সরকারের আদেশ অমান্যসহ নানা অপরাধে মণিরামপুরে দুই ইটভাটা মালিকসহ ১১ ব্যবসায়ীকে ৩৬ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহী : রাজশাহীতে খুুঁজে বের করে আরও ১০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৫১৯ জন বিদেশ ফেরত। তবে রাজশাহীতে শুক্রবার সকাল পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১৯ জন, চারঘাটে ৪৬ জন, পুঠিয়ায় ৪ জন, দুর্গাপুরে ১ জন, মোহনপুরে ২০ জন, তানোরে ৪ জন, পবায় ৮ জন এবং গোদাগাড়ীতে ৪ জনকে হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। আগামী ১৪ দিন তারা বাড়িতেই থাকবেন। রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, বিদেশ ফেরতদের স্থানীয় থানাগুলোতে যোগাযোগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
খুলনা : খুলনায় গতকাল শুক্রবার পর্যন্ত বিদেশফেরত ১৭২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ১১৯ জনকে কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত সন্দেহে ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, ‘বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট বিভাগে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১০০ জন। এর মধ্যে সিলেটে ১৫ জন, হবিগঞ্জে ৪৮ জন, সুনামগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ১৮ জন। আর একই সময়ে কোয়ারেন্টিন থেকে বাদ পড়েছেন ১৬৯ জন। এ নিয়ে সিলেটে মোট ১ হাজার ৪৯৮ জন কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন। কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বেশীরভাগই প্রবাস ফেরত। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে এখন ১ হাজার ৩৫৭ কোয়ারেন্টিন অবস্থায় আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
কক্সবাজার : কক্সবাজারে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪১২ জন। কোয়ারেন্টাইনে শেষে ঘরে ফিরেছেন ৭১ জন। লকডাউন করা হয়েছে ৪ টি বাড়ি। তবে আক্রান্ত ওই রোগীর অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই রোগীর চিকিৎসক এবং সেবাদানকরী কারো কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
কুমিল্লা : জেলায় ১ হাজার ৭২২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৫০ জন।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত ২ হাজার ৪৮৪ জন এ ব্যবস্থায় রয়েছেন।
চাঁদপুর : চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে করোনা সন্দেহে এক যুবককে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণের জন্য তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
ফেনী : নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ফেনীতে গত ২৪ ঘণ্টায় ফেনীতে হোম কোয়রেন্টিনে গিয়েছে ৪০ জন প্রবাসী । জেলায় মোট ৯২৭ প্রবাসী হোম কেয়ারেন্টিনে রয়েছে, তাদের সাথে হোম কেয়ারেন্টিনে পরিবারের সদস্যরা রয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৪২ জনের। এ পর্যন্ত মোট ২৭৭ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে।
ঝিনাইদহ : ঝিনাইদহে ২৪ ঘন্টায় বিদেশ ফেরত ১২ জন প্রবাসীসহ তাদের পরিবারের ৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই নিয়ে গত ১০ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই ১৮ দিনে ঝিনাইদহে জেলায় মোট ৯১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে ৩৬৫ জন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ শেষ হয়েছে। তাদের শরীরে কোন করোনা ভাইরাস ধরা পড়েনি। বর্তমান জেলায় ৬ উপজেলায় ৫৫০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
কুড়িগ্রাম : করোনাভাইরাস সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২০ জনসহ বিদেশ ফেরত ৩১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৪৩ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, বিদেশ ফেরত যাদেরকে পাচ্ছি তাদেরকেই হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।
টাঙ্গাইল : টাঙ্গাইলে নতুন করে ১৭৭ জনসহ বর্তমানে জেলার ১২টি উপজেলায় মোট ৮৩৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর মধ্য নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৬৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জেলায় সর্বমোট ১৪৭১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টাইন

৬ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ