Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডন-সিলেট ফ্লাইট বন্ধের আওয়াজ উঠছে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৩:১৮ পিএম

ঢাকা-লন্ডন-সিলেট-ঢাকা ও ঢাকা-ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের দুটি ফ্লাইট বন্ধের আওয়াজ জোরালো হচ্ছে। এই দুটি ফ্লাইট চালু থাকায় মহামারি করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এ অবস্থায় লন্ডন-সিলেট ফ্লাইটটি সাময়িক স্থগিত রাখার জন্যও দাবি তুলছেন সিলেটবাসী। এ ফ্লাইট বন্ধের দাবি জানিয়ে সিলেটের জ্যেষ্ঠ্য সাংবাদিক ইকরামুল কবির ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী। ম্যানচেস্টার-লন্ডন-সিলেট বিমানের সরাসরি ফ্লাইট আপাতত বন্ধ করুন। এ ফ্লাইটে আসা যাত্রীদের দেখে আমরা আতঙ্কিত ‘ পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা করোনা সতর্কতায় ‘অবিলম্বে লন্ডন-সিলেট ফ্লাইট সাময়িক বন্ধ করা হোক’ শিরোনামে একটি কলামও লিখেছেন। তিনি উল্লেখ করেন, ‘ঢাকা বিমানবন্দরে যারা নামছেন তাদেরকে সরাসরি সেনাবাহিনীর তত্ত¡াবধানে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ নেওয়া হচ্ছে। সিলেট বিমানবন্দরে যারা নেমেছেন তাদেরকে এভাবে সেনাবাহিনীর তত্ত¡াবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ নেয়ার ব্যবস্থা করা হয়নি। যেহেতু সিলেটে এ ধরনের কোনো ব্যবস্থা নেই তাই লন্ডন-সিলেট ফ্লাইট অবিলম্বে স্থগিত করার দাবি জানাই।’ যদিও সিলেট ওসমানী বিমানবন্দরে থার্মাল স্ক্যানার থাকল্ওে দেহে সুপ্ত অবস্থায় করোনা ভাইরাস থাকলে সেটা থার্মাল স্ক্যানারে শনাক্ত হয়না। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বিশেষজ্ঞ ডাক্তার বলেন, উপসর্গ ছাড়া যে যাত্রীরা আসছেন তাদের করোনা শনাক্তকরন থার্মাল স্ক্যানারে শতভাগ সম্ভব নয়। সেকারনে করোন ঝুঁকি থেকেই যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লাইট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ