Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলে গেলেন ‘ডন নাচো’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১২:০৬ এএম

 মেক্সিকোর হয়ে খেলেছেন, পরে পালন করেছেন নিজ দেশের কোচের দায়িত্ব। তার অধীনে তিনটি বিশ্বকাপ খেলেছে দলটি। ১০৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ‘ডন নাচো’ নামে খ্যাত ইগনাসিও ত্রেইয়েস কাম্পোস। ১৯১৬ সালের ৩১ জুলাই জন্ম নেওয়া মেক্সিকোর এই সাবেক ফুটবলারের মৃত্যু সংবাদটি গতকাল নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ক্রুস আসুল।

মেক্সিকোকে ১১৭টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ত্রেইয়েস। এরপর কোচের দায়িত্ব পালন করেছেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপে এবং ১৯৬৪ ও ১৯৬৮ সালের অলিম্পিকে। ত্রেইয়েস কোচ হিসেবে রেকর্ড সাতটি মেক্সিকান লিগ শিরোপা জিতেছেন। খেলোয়াড় হিসেবে জিতেছেন রেকর্ড তিনটি চ্যাম্পিয়নশিপ্স শিরোপা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ