Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত্যু সাবেক ফুটবলারের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ৬:৫৬ পিএম | আপডেট : ৬:৫৯ পিএম, ২৬ মার্চ, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমালিয়ার সাবেক ফুটবলার আব্দুলকাদির মোহামেদ ফারা ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে দু’দিন আগে (মঙ্গলবার) তার মৃত্যু হয় বলে কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল (সিএএফ) ও সোমালি ফুটবল ফেডারেশন (এএফএফ) জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মারা যাওয়ার এক সপ্তাহ আগে তার শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।

ফারাহ চার বছর ধরে সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মধ্য সোমালিয়ার বেলেডওয়েনে জন্ম নেওয়া ফারার ফুটবলে হাতেখড়ি স্কুল জীবনেই। এর পর ১৯৭৯ সালে নিজের হোমটাউন হিরানের হয়ে খেলেন ঘরোয়া একটি ফুটবল টুর্নামেন্টে।

স্থানীয় টুর্নামেন্টেই ছিল তার প্রতিভাকে তুলে ধরার মঞ্চ। সেখান থেকেই ফারাহ নির্বাচিত হন‌ বাত্রোলকা ফুটবল ক্লাবে খেলার জন্য। ক্লাবটির হয়ে ১৯৮০ পর্যন্ত খেলে যান তিনি। ফারাহ প্রথম আফ্রিকান ফুটবলার যিনি করোনাভাইরাসে মারা গেলেন। গোটা বিশ্ব জুড়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ