Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে উইলিয়ামসনের খোলা চিঠি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ৫:৪৯ পিএম

ক্রিকেটে প্রায়ই শোনা যায় চাপের কথা। কিন্তু আসল চাপ কী, তা এখন বুঝতে পারছেন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এমনই মনে করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ‘নিউজিল্যান্ড হেরাল্ড’ পত্রিকায় উইলিয়ামসন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে লিখেছেন, ‘গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে পরিষ্কার যে, আমরা অভূতপূর্ব এক স্বাস্থ্য সঙ্কটের মধ্যে দিয়ে চলেছি। আগামী কয়েক দিনে এর ব্যাপকতা আরও বাড়বে। আমরা তাই আপনাদের কাছে কৃতজ্ঞ। অনেকে বলেন, ক্রীড়াবিদরা চাপের মধ্যে নিজেদের সেরাটা মেলে ধরতে পারেন। সত্যিটা হল, আমরা বেঁচে থাকার জন্য প্রতি দিন যা ভালবাসি, সেটা করি। আর আমরা একটা খেলায় অংশ নিই।’

নিউজিল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াইশ পেরিয়ে গিয়েছে। তবে কোনও মৃত্যুর ঘটনা এখনও পর্যন্ত নেই। করোনা-যুদ্ধের আসল সৈনিকদের উদ্দেশে উইলিয়ামসন লিখেছেন, ‘প্রাণ বাঁচিয়ে তোলাই হল সত্যিকারের চাপ। প্রতি দিন ব্যক্তিগত সুরক্ষাকে অন্যের ভালর জন্য প্রশ্নের মুখে ফেলাই হল চাপ। এই গুরুদায়িত্ব শুধুমাত্র সেরা মানুষরাই বহন করতে পারে। যারা বৃহত্তর ভালকে সবার আগে রাখতে পারেন। তবে আমরা জানি, গোটা দেশের সমর্থন পিছনে থাকলে কতটা ভাল লাগতে পারে। সেই কারণেই জানাচ্ছি যে আপনারা মোটেই একা নন। পুরো দেশ আপনাদের সঙ্গে রয়েছে। আমরা এই সময়কে পার করে আসতে পারব। আর তার পিছনে আপনাদের অবদানই প্রধান।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ