Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবেলায় হাত বাড়ালেন বাবর-সফরফরাজরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ৫:০১ পিএম | আপডেট : ৫:০১ পিএম, ২৬ মার্চ, ২০২০

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে যুদ্ধে নেমেছেন বিশ্বের সর্বস্তরের মানুষ। তবে মানুষের এই বিপদের সময়ে পাশে আছেন ক্রীড়াবিদরাও। বাংলাদেশেও তার ব্যতিক্রম হচ্ছে না। জাতীয় দলের ২৭জন ক্রিকেটার মিলে আর্ত-মানবতার সেবার জন্য ৩০ লাখ টাকার তহবিল গড়েছেন।

এবার বাংলাদেশের ক্রিকেটারদের মতো মানবতার ডাকে সাড়া দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও। করোনা লড়াইয়ের জন্য গঠিত ফান্ডে তারা জমা দিয়েছেন ৫০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ২৭ লাখ টাকা)।

শুধু বাবর আজম ও সরফরাজ আহমেদরাই নন। সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারাও। মহাব্যবস্থাপক পদ মর্যাদার কর্মকর্তারা দান করবেন দু’দিনের বেতন। আর অন্যান্য কর্মকর্তারা দিবেন এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ। খবরটা নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ