Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আদি ইতিহাস

সুমন আমীন

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০১ এএম

নরোম পলির বুক সর্বংসহা;

সবুজ বিয়ানো জ্বালা বুক পেতে নেয়।

সবুজের নির্ভার লোভে
এখানে আবাস গড়ে উদ্বাস্তু আর্য থেকে
মরু আরবের নিকষ কালো বেদুঈন
শোষকের ধাবমান সর্বনাশা চোখ
গিলে খায় তাবৎ সবুজ পলি-নদীর স্রোত।

মারফতি বাউল সুরে বিমোহিত হৃদয়
অকস্মাৎ সিনা টান করে দাঁড়ায়
বখতিয়ারের ঘোড়ার খুড়ের শব্দে।

অবশেষে-স্বদেশ দ্রোহীর চক্রান্তে হারানো স্বাধীনতা
ব-দ্বীপ আকাশে ভাসে নূহের প্রলয় শেষে।

 

আলী এরশাদ
ভালোবাসা নাও হে জনক
মহামানবের জন্মদিনে
কী নৈবেদ্য নিবেদন করি তাঁর শ্রী করকমলে?
কি শব্দে গাইবো স্তবগান তাঁর
অভিধান খুঁজে পাই না তেমন কোনো উপযুক্ত শব্দ।
মোমবাতি, কেক কখনোই পছন্দ ছিলো না তাঁর
চাতকের মতো শুধু ভালোবাসা চেয়েছেন মানুষের কাছে।
মানবের মঙ্গলে আজন্ম ; তুচ্চ করেছন নিজের সকল চাওয়া;
ব্যক্তিগত দুঃখ-সুখে কখনোই ছিলেন না আত্মমগ্ন।
কারাগারের প্রকোষ্ঠে কেটেছে জীবন;
অন্যায়ের সাথে আপস ছিলো না তাঁর রক্তে।
শাসকের রক্তচক্ষু টলাতে পারেনি তাঁকে নীতি থেকে একবিন্দু।
মানুষকে ভালোবেসে গেয়েছেন মুক্তির বিপ্লবী গান।
মানুষের ভালোবাসা পেয়ে আনন্দে আপ্লুত হয়েছেন সারাটাজীবন।
তাই তাঁর জন্মদিনে হৃদয়ের ভালোবাসা ছাড়া কৃত্রিম কিছুই করবো না নিবেদন।
ভালোবাসা; শুধু ভালোবাসা নাও হে জনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন