Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ নাটক আমিও কি মুক্তিযোদ্ধা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘আমিও কি মুক্তিযোদ্ধা’। নাটকটি পরিচালনা করেছেন শাহিন আহমেদ। স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় আজ রাত ৯ টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। নাটকে অভিনয় করেছেন অভিনেতা সজল, নাদিয়া নদী কাজী উজ্জ্বল, আশরাফ কবীর, তমাল মাহবুব, শিশির আহমেদ, তন্দ্র, লিজা খানমসহ আরো অনেককে। নাটকে সজলকে দেখা যাবে তৎকালীন একজন সরকারি চাকুরিজীবীর চরিত্রে। অন্যদিকে নাদিয়াকে দেখা যাবে সহজ সরল ও শিক্ষিতা একজন গৃহিনী হিসেবে। ‘আমিও কি মুক্তিযোদ্ধা’ নাটকটিতে মুক্তিযুদ্ধ কালীন ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যাবে- ৭১’র ভোটে একক সংখ্যাগরিষ্ঠদের হাতে ক্ষমতা দেয়া যাবে না কেন- এটা সগীর বুঝতেই পারে না। মিটিং আর মিটিং চলছেই। যদি মিটিং করে দেশের ক্ষমতা ভাগাভাগি হয় তা হলে নির্বাচনের প্রয়োজনটা কি ছিল?

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ