Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্দিওলার মহানুভবতা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৫:৪৭ পিএম

করোনাভাইরাস মহামারীতে গোটা বিশ্বের সাথে অচল ফুটবল দুনিয়াও। সব ধরনের ফুটবল টুর্নামেন্টই এখন স্থগিত। হচ্ছে না অনুশীলনও। তাই অখণ্ড অবসর নিয়ে বার্সেলোনায় নিজের ঘরে ফিরেছেন পেপ গার্দিওলা। তবে ঘরে পরিবার নিয়েই শুধু সময় কাটছে না ম্যানচেস্টার সিটির এই কোচের। আর্ত-মানবতার সেবায়ও সময় দিচ্ছেন এই কাতালান কোচ। স্পেনের করোনাপ্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম গার্দিওলার জন্মস্থান কাতালুনিয়া। তাই তো নিজের দেশ স্পেনে করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এক মিলিয়ন ইউরো দান করেছেন তিনি। বেশ কয়েক দিন ধরেই নিজের আইনজীবীদের সঙ্গে কাজ করে গেছেন এ অর্থ ব্যয়ের সঠিক পথ খুঁজতে।

মহানুভব গার্দিওলার অর্থ সাহায্যের পুরোটাই যাবে বার্সেলোনা মেডিকেল কলেজ ও অ্যাঞ্জেল সোলার ড্যানিয়েল ফাউন্ডেশনের ক্যাম্পেইনে। এই অর্থ দিয়ে কেনা হবে মেডিকেল ইকুইপমেন্ট ও হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল স্টাফদের জন্য প্রোটেকটিভ ম্যাটেরিয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ