মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে দীর্ঘ আট মাস বন্দি ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। অবশেষে মুক্তি পেলেন তিনি।
কয়েক দিন আগেই তার বাবা, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা মুক্তি পান। এদিন মুক্তি পেলেন ওমর, কিন্তু এখনও ডিটেনশনে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
পাবলিক সেফটি এ্যাক্ট (পিএসএ) অনুযায়ী তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তা প্রত্যাহার করা হয়। প্রাথমিকভাবে প্রিভেনটিভ কাস্টডিতে নেওয়া হলেও পরে পিএসএ আরোপ করা হয় তার ওপর।
গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলেছিল যে ওমরকে মুক্তি দিন নয়তো তার বোনের আপিল শুনে যথাযথ নির্দেশ দেবেন তারা। তারপরই ২৩২ দিন পর মুক্ত হলেন সাবেক কেন্দ্রীয়মন্ত্রী ওমর আবদুল্লা।
গত ৫ অগস্ট ২০১৯-এ ৩৭০ ধারা বাতিল ভারত সরকার। সেই সঙ্গে পৃথক রাজ্যের মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। গন্ডগোলের আশঙ্কায় ওমরসহ হাজার হাজার রাজনীতিবিদ ও কর্মীদের গ্রেফতার করা হয়।
ফারুক-ওমর মুক্তি পেলেও গৃহবন্দি রয়েছেন আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সম্প্রতি সেন্ট্রাল শ্রীনগরে সরানো হয় মুফতিকে। তার মুক্তি নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি। সূত্র : হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।