Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ যেন ভিন্ন কলকাতা...মর্মাহত গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৮:১৮ পিএম

করোনাভাইরাস ইস্যুতে প্রতিবেশি দেশ ভারতে চলছে জরুরি অবস্থা। গুরুত্বপূর্ণ শহরগুলো ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে। জরুরি কাজ ছাড়া কেউ আর ঘর থেকে বের হচ্ছেন না। এরকম এক অবস্থায় ঘর থেকে বের হয়ে মর্মাহত ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

নিজ শহর কলকাতার জনমানবহীন কিছু ছবি দিয়ে তিনি লিখেছেন, এমন শহর কখনোই দেখেননি। টুইটারে তিনি লিখেছেন, ‘এভাবে আমার শহরকে দেখতে হবে এমনটা কখনোই ভাবিনি। নিরাপদে থাকুন। এই পরিস্থিতি একদিন পরিবর্তন হবেই। সবাইকে ভালবাসা।’

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৭,৭৪২ জনে। মারা গেছেন ১৬,৭৮২ জন। ভারতে ৫২৩ জন আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা ১০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ