Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তকে যেভাবে স্বাগত জানাচ্ছেন নেটিজেনরা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৮:০৪ পিএম

সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। করোনাভাইরাস মহামারি নিয়ে দেশের দুর্যোগকালীন মুহূর্তে এমন সিদ্ধান্তের প্রশংসা হচ্ছে সর্বমহলে। সামাজিক মাধ্যমে সরকারকে স্বাগত জানিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

সাবেক এই প্রধানমন্ত্রীর বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে সাজা স্থগিত করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ১ উপধারা মোতাবেক দুই শর্তে তার সাজা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। মুক্তি পেলে তিনি বিদেশে যেতে পারবেন না। চিকিৎসার জন্য শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যেতে পারবেন।

সরকারকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল লিখেছেন, ‘‘খালেদার মুক্তি স্বস্তিকর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে। সাজা স্থগিত রেখে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, সরকারকে ধন্যবাদ জানাই। বেগম জিয়ার মরনাপন্ন অবস্থা হয়েছে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা এনিয়ে সমাজে সন্দেহ থাকতে পারে। এমন ধারনাও থাকতে পারে যে করোনা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।যে বিবেচনায় উনি সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাচ্ছেন একই বিবেচনায় কেন উনি জামিন পাননি কিছুদিন আগেও - এই প্রশ্নও তুলতে পারে কেউ।
আমি তবু সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারণ উনার মুক্তির পেছনে যে বিবেচনা থাকনা কেন, মুক্তির সিদ্ধান্তটি বেগম জিয়ার জন্য ভালো। আমাদের নেতা নেত্রীরা একে অন্যের জন্য ভালো সিদ্ধান্ত নিলে তা দেশের জন্যও ভালো। বেগম জিয়া দ্রুত সুস্থতা কামনা করছি। কামনা করছি বড় দুদলের সম্পর্কের সুস্থতার।’’

মো. মিজান রহমান লিখেছেন, ‘‘বেগম খালেদা জিয়ার মুক্তির সাথে অন্য রাজ বন্দীদেরও মুক্তি দিন। ঘুষ দুর্নীতি ও লুটপাট করে যারা সম্পদের পাহাড় গড়েছে, তাদের থেকে সেই সম্পদ উদ্ধার করে দেশের মানুষের জন্য চিকিৎসা সরাঞ্জম ক্রয় করুন এবং এই সঙ্কট কালিন সময়ে মধ্যবিত্ত নিন্মবিত্তের মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করুন।’’

আহমেদ রুহুল লিখেছেন, ‘‘সরকার মহাবিপদের সময় খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিল৷ এই সময়টা ইতিহাস হয়ে থাকবে৷’’

জিল্লুর রহমান পিন্টু লিখেছেন, ‘‘সরকার নতুন ইসু দাড় করিয়েছে,,,জনগন যখন করোনাভাইরাস নিয়ে সরকারের ব্যাপক সমালোচনা করতেছে তখনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জামিন দিয়ে কিছুটা দায় সারতে চাইছে,,,, তারপরো সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে তাতে আলহামদুলিল্লাহ।’’

বিপু হাসান লিখেছেন, ‘‘এমন অবস্থায় মুক্তি দিয়েছে যে দেশের কোন হাসপাতালে ভাল চিকিৎসা নিতে পারবো না। আর বিদেশে যেয়ে চিকিৎসা করার তো কোন প্রশ্নই আসে না। ভয় হয় নাকি বেগম জিয়ার আবার করোনা আক্রান্ত না হয়ে যায়। কিছু দিন আগে কেনো দিলো না মিডনাইট সরকার? এখন কেনো দিলো? এই প্রশ্নটা করার কোন সৎ লোক বাংলাদেশে নাই।’’

জুনাইত আহমেদ লিখেছেন, ‘‘আমরা সভ্য মানুষ হবো আর কবে! খালেদা জিয়ার কারা মুক্তি, সমগ্র দেশ যখন আজ হতাশাই নিমজ্জিত হতে চলেছে ঠিক তখনই একটু আশার আলো হয়ে জাতির সামনে দাড়িয়েছে।শুধু বিরোধিতা করার জন্য আমরা বিরোধিতা না করি। দেশের এই সংকট ময় মূহুর্তে সবাই সবার পাশে দাড়ায়। সুন্দর হোক এই দেশ, বেচে থাকুক আমাদের এই মানবতা..।’’

নাইমুর রহমান শাহিন লিখেছেন, ‘‘আমাদের প্রতিটি ক্রান্তিলগ্নে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসমই পাশে থেকে সমস্যার সমাধান দিয়েছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন। আজ আবারও একটি দুঃসময়ে আমাদের মাঝে উনি ফিরে এলেন।’’



 

Show all comments
  • Urmi ২৪ মার্চ, ২০২০, ৯:৫৭ পিএম says : 0
    Ah... Yahudi shouldn't be raising in Bangladesh anymore, they can run away from Asia with their terrorist party. Goodbye!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ