Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় নাম বদলে গেল অশ্বিনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৬:১৭ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বেই। এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও ছড়িয়েছে এ ভাইরাস। জনগণকে এই ভাইরাস নিয়ে সচেতন করতে নিজের টুইটারে নাম বদলে ফেলেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের স্পিনার রবিচন্দন অশ্বিন।টুইটারে নিজের নাম বদলে দিয়েছেন, ‌‘লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া’। যার বাংলা করলে দাঁড়ায় ভারতবাসী চলো ঘরেই থাকি।

ভারত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৮০টির মতো শহর লকডাউন করেছে। ১৪ ঘণ্টা জনগণকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে 'জনতা কারফিউ'। তারপরও এনডিটিভির খবর অনুযায়ী, দেশটিতে ৪৯০জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে ভারত যথা সময়ে লডডাউন ও জনতা কারফিউ ডেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছেন অশ্বিন।

এর আগে অশ্বিন একটি টুইট করেন, 'সঠিক এবং সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু ভীতিকর তথ্য মিলিয়ে যা মনে হচ্ছে, আগামী দুই সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুই সপ্তাহ ভারতের প্রত্যেকটি অঞ্চল নির্জন রাখা উচিত। অন্যথায় বিপর্যয় নেমে আসতে পারে।'

এরপর অশ্বিন আরও একটি টুইট করেন, 'মনে রাখতে হবে আমরা খুবই ঘন বসতিপূর্ণ দেশ। তারপরও আমাদের দেশের অনেক মানুষের কাছে ঠিক মতো তথ্য পৌঁছায় না।' তার আগে জনতা কারফিউয়ের প্রশংসা করে অশ্বিন খেলেন, 'অবিশ্বাস্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পিতপতন নিরবতা। আশা করছি সামনেও এটা এমনই থাকবে। এছাড়া সামনের দিনগুলোতে লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে।'

অশ্বিনের পরামর্শ বাংলাদেশের জন্যও প্রযোজ্য। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমগম এগিয়ে চলা ও প্রয়োজনীয় সচেতনতা দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ