Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশ রক্ষায় সব মানুষের অংশগ্রহণ চায় কুমিল্লার ওয়ার্ল্ড ওয়াচ ইনফো

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : মানুষের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে ও সৌন্দর্যে ভরপুর পরিবেশ সৃষ্টিতে সবুজ বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। কেবল তাই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের চারা রোপণ ও সংরক্ষণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও বন্যপ্রাণী সংরক্ষণে অনবদ্য ভূমিকা রেখে চলেছে কুমিল্লার পরিবেশবান্ধব সংগঠন ওয়ার্ল্ড ওয়াচ ইনফো। দীর্ঘদিন ধরে সংগঠনটির নিজস্ব অর্থায়নে ও ব্যবস্থাপনায় নগর, গ্রাম, গঞ্জে বছরব্যাপী চলে বৃৃক্ষরোপণ ও সংরক্ষণ কার্যক্রম। ইতিমধ্যে বৃক্ষরোপণের মাধ্যমে নগর সৌন্দর্যকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে ওয়ার্ল্ড ওয়াচ ইনফো। সংগঠনের কর্মকর্তারা মনে করেন, পরিবেশ রক্ষার কার্যক্রমে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সব প্রজন্মই এর সুফল ভোগ করবে।
দিনদিন কমেছে সবুজ গাছের সংখ্যা। প্রকৃতির আচরণও দিনদিন হয়ে উঠে আক্রমণাত্মক। ভারসাম্য হারাতে বসে পরিবেশ। এবিষয়গুলো গভীরভাবে অনুধাবন করে প্রকৃতিকে শান্ত রাখতে আর পরিবেশের ভারসাম্য রক্ষায় খালি জায়গা, সমতল ভূমিসহ সৌন্দর্যবর্ধন হবে এমন সব স্থানে গাছের চারা রোপণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ২০০৫ সালে কুমিল্লায় কাজ শুরু করে ওয়ার্ল্ড ওয়াচ ইনফো। বেশিরভাগ মানুষের মনেই গাছের প্রতি অফুরন্ত ভালোবাসা আছে। আর তাই গাছ লাগানোর ব্যাপারে মানুষ দিনদিন সচেতন হয়ে উঠছে। তবে গাছ রক্ষার ব্যাপারে মানুষকে আরও সচেতন করে তুলতে ওয়ার্ল্ড ওয়াচ ইনফো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে।
সম্প্রতি কুমিল্লা নগরীর কেন্দ্রিয় ঈদগাহের পশ্চিমদিকের সীমানা প্রাচীরের বাইরের অংশে বেশকটি ফলজ গাছের চারা রোপণের মধ্যদিয়ে আষাঢ়-শ্রাবণ দুইমাসকে ঘিরে কর্মসূচি শুরু করেছে ওয়ার্ল্ড ওয়াচ ইনফো। বৃক্ষরোপণ কর্মসূচিতে কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলর মনজুরুল কাদের মনি, একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবীর রনি, প্রথম আলোর সাবেক ফটোগ্রাফার এম সাদেক, সংগঠনের সভাপতি আবদুল কুদ্দুস পিন্টু, সাধারণ সম্পাদক জামিল খান, সহ-সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান, অর্থ সম্পাদক তপন চক্রবর্তী ও প্রচার সম্পাদক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশ রক্ষায় সব মানুষের অংশগ্রহণ চায় কুমিল্লার ওয়ার্ল্ড ওয়াচ ইনফো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ