Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়ারেন্টাইনে ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ৪:৫৪ পিএম

করোনাভাইরাসের কারণে সপরিবারে হোম কোয়ারেন্টাইনে আছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। স্ত্রী শানেইরা ও মেয়ে আইলাকে নিয়ে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম নিজেই।

ভিডিওতে দেখা যায়, মেয়ে আইলা আকরামের মাথায় ঝুটি বেঁধে দিয়েছেন এবং চিরুনি দিয়ে আচড়িয়ে দিচ্ছেন ওয়াসিম আকরাম।

ভিডিও বার্তায় তিনি বলেন, সেচ্ছায় কোয়ারেন্টাইনের জন্য ঘরের বাহিরে যাওয়া বন্ধ করে দিয়েছি আমরা। ইতোমধ্যেই অন্যদের সংস্পর্শ থেকে দূরে থাকছি আর পরিবারের সাথে কাটানো সময় উপভোগ করছি।

এদিকে পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৫২০ জন। মৃত্যু হয়েছেন ১৬ হাজার ৫৫৩ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ