Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়ারেন্টাইনে থাকাদের পুলিশের ফল উপহার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৭ এএম

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে যেসব প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের পক্ষ থেকে গতকাল সোমবার নগরীর ১৬ থানা এলাকায় ৮০টি কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর কাছে ভিটামিন-সি যুক্ত ফলমূল পৌঁছে দেন পুলিশ সদস্যরা। ফলভর্তি ঝুড়ি হাতে পুলিশ দেখে চমকে ওঠেন কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতদের পরিবারের সদস্যরা।
পুলিশ কমিশনার মাহাবুবর রহমান বলেন, প্রবাসীরা আমাদের ভাই। তারা এ সময়ে দেশে এসে কোনো অন্যায় করেননি। তবে বাস্তব কারণে তাদের পরিবার-পরিজন থেকে আলাদা হয়ে থাকতে হচ্ছে। তাদের উৎসাহিত করতেই পুলিশের এ উদ্যোগ। পর্যায়ক্রমে কোয়ারেন্টাইনে থাকা সবার কাছে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে। এর মাধ্যমে পুলিশ জানাতে চায়, তারা একা নয় পুলিশও তাদের পাশে আছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টাইন

৬ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ