মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অলিম্পিক বর্জন কানাডার
ইনকিলাব ডেস্ক : করোনা আতঙ্কে গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২০ বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। সবার স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে রোববার এ সিদ্ধান্ত জানিয়েছে কানাডিয়ান অলিম্পিক কমিটি। কানাডাই প্রথম দেশ যারা করোনা মোকাবেলায় গেমস থেকে অ্যাথলেটদের বাদ দিয়েছে। এর আগে অলিম্পিক গেমস বাতিল করেছে টোকিও। তবে এ বিষয়ে এখনো চ‚ড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। রয়টার্স।
সতর্ক দুবাই এক্সপো
ইনকিলাব ডেস্ক : দুবাই এক্সপো শুরু হওয়ার কথা ২০২০ সালের ২০ অক্টোবর। যা চলার কথা ২০২১ সালের ১০ এপ্রিল পর্যন্ত। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ এর বিস্তার রোধে বিভিন্ন ধরনের কঠোর ও সতর্কতাম‚লক ব্যবস্থা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সর্বশেষতম নির্দেশিকা পুরোপুরি প্রয়োগ করেছে বলে জানানো হচ্ছে। রয়টার্স।
১৫ লাখ চিঠি
ইনকিলাব ডেস্ক : মহামারি করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় ১২ সপ্তাহ বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়ে ১৫ লাখ মানুষকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী বরিস জনসন প্রত্যেক নাগরিককে নিজেদের সুরক্ষার কথা ভেবে সামাজিক দ‚রত্ব বজায় রাখার আহŸান জানান। এ সময়টিতে বাসায় অবস্থান করা এবং জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের উপরে চাপ কমিয়ে আনা। বিবিসি।
৩ চিকিৎসকের মৃত্যু
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে অন্তত ৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই দেশটির হাজার হাজার চিকিৎসাকর্মী সেবায় নিয়োজিত রয়েছেন। রোগীদের চিকিৎসায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে। রয়টার্স।
পাইলটের ঝাঁপ
ইনকিলাব ডেস্ক : ভারতে এয়ার এশিয়ার পুনে থেকে দিল্লিগামী বিমানে একজন সম্ভাব্য করোনা আক্রান্ত যাত্রী ছিলেন। সেই কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে। পরে বিমানটি ল্যান্ড করলে ককপিটের জানালা দিয়েই বেরিয়ে যান সেটির পাইলট। গত শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এয়ার এশিয়া। তবে ওই যাত্রীর করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ এসেছে। ওয়েবসাইট।
কুয়েতে কারফিউ
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার রোধে কুয়েতে কারফিউ জারি করা হয়েছে। এ নির্দেশ অমান্য করলে তিন বছরের জেল বা অনধিক ১০ হাজার কুয়েতি দিনার জরিমানার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ বলবৎ থাকবে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।