Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অনির্দিষ্টকালের জন্য লা লিগা স্থগিত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৮:০৩ পিএম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনপ্রিয় স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শুধু লা লিগাই নয়; স্পেনের সকল প্রকার পেশাদার ফুটবল একইভাবে স্থগিত করা হয়।

আজ (সোমবার) এক বিবৃতিতে রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে যে, করোনাভাইরাসের ছোবল থেকে স্পেন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লিগ স্থগিত থাকবে। সেটা একমাস বা কয়েকমাসও হতে পারে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কবলে পড়েছে স্পেন। এখন পর্যন্ত দেশটিতে ৩০ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। প্রায় দুই হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছে এই ভয়ানক ভাইরাসের শিকার হয়ে। এই ভাইরাস থেকে বাঁচতে স্পেনের প্রধানমন্ত্রী কঠোরভাবে সারাদেশ লকডাউন ঘোষণা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ