রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা
কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও বোমা সদৃশ্যবস্তুসহ ৪ জনকে আটক করেছে। পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর রাতে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কারিকর পাড়া এলাকার ইদ্রিসের বাড়ীতে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো- কেশবপুর উপজেলার হাসানপুর মাইলবগা গ্রামের আনছার শেখের পুত্র আলমগীর হোসেন ওরফে জুবায়ের (২৮), ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের রাজ্জাক গাজীর পুত্র রাজীর গাজী ওরফে রাকিব (২৩), পাইকগাছা উপজেলার খাটুয়াখালি গ্রামের মাহফুজুল হকের পুত্র ফয়সাল ওরফে আলামিন (২৪) ও রহমত সরদারের পুত্র তানভীর সরদার (২৪)। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ১টি দেশী তৈরী সার্টারগান, ৩ রাউন্ড বন্দুকের কার্তুজ, ১টি বন্ধুকের গুলির খোসা, ৫টি বোমা সদৃশ্য বস্তু সহ কয়েকটি জিহাদী বই উদ্ধার করা হয়। কয়রা থানা অফিসার ইনজার্চ শেখ শমসের আলীর নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন এসআই উসমান গনি, অসিম কুমার দাস, ফারুক হোসেন ও এ এস আই মোক্তার হোসেন। এ ব্যাপারে কয়রা থানা অফিসার ইনচার্জ জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার অভিযোগে ২টি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।