মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে এখন আতঙ্কের একটাই নাম "করোনা ভাইরাস"। দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বিভিন্ন রাজ্যে লকডাউন চলছে। গৃহবন্দী প্রায় গোটা দেশ। রোগটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু এ নিয়ে ঘটছে অনেক অবাক করা ঘটনা। এমন ঘটনা ঘটিয়েছে এক ভারতীয় পাইলট। বিমানে এক করোনা আক্রান্ত যাত্রী আছে সন্দেহে আতঙ্কে জানালা দিয়ে ঝাঁপ দেয়ার ঘটনা ঘটিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, পুনে থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার একটি বিমানের পাইলট গত ২০ মার্চ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ কাণ্ড ঘটান।
জানা যায়, ওই বিমানটিতে এমন এক যাত্রী ছিলেন, যার শরীরে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে। এ কথা জানার পরই ঘাবড়ে যান বিমানের পাইলট। এমনকি ভয় পেয়েছিলেন ওই বিমানে অন্য যাত্রী ও কর্মীরাও। তবে পাইলট যা করলেন তা একরকম নজিরবিহীন। বিমানটি অবতরণের পর তার সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে পাইলট-ইন-কমান্ড বেছে নিলেন ককপিটের সেকেন্ড এক্সিট অর্থাৎ দ্বিতীয় দরজা দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষও কোনো ঝুঁকি নিতে চায়নি। ওই বিমানের সব যাত্রীকে বিমানবন্দরেই প্রাথমিক স্ক্রিনিং করা হয়। যদিও তাতে সবারই করোনা নেগেটিভ ধরা পড়ে। মানুষের মনে করোনার ভয় কতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে তা এ ঘটনা থেকেই অনুমান করা যায়।
এই ব্যাপারে এয়ার এশিয়া ভারতের একজন মুখপাত্র বলেছেন, করোনাভাইরাসের লক্ষণযুক্ত ওই যাত্রী বিমানের একেবারে প্রথম সারিতেই বসেছিলেন, আর তাকে নিয়েই আতঙ্কের পরিবেশ তৈরি হয় পুরো বিমানে।
ঘটনা জানাজানি হওয়ার পর নিরাপত্তার খাতিরে বিমানটি অবতরণের পর সেটিকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেটিকে স্যানিটাইজ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে করোনা ভাইরাসে এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ জনে। রোববার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন।
উল্লেখ্য, বিশ্বের ১৯২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ১৪ হাজার ৬৫৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।