Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিসিবির সঙ্গে দ্বন্দ্বে হাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৩:৫১ পিএম

ক্রিকেটের বাইরে গোটা বিশ্ব। পাকিস্তানও এর বাইরে নয়। তবুও আলোচনায় দেশটির অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বেশ কিছুদিন আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরেন ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া আমির। এ পেসারের আবারও জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাফিজ, এমনকি তার সঙ্গে খেলতেও অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

আবারও দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারের ক্রিকেটে ফেরা নিয়ে মন্তব্য করেছেন হাফিজ। আর তাতেই বোর্ডের বিরাগভাজন হয়েছেন এ ক্রিকেটার। হাফিজের মন্তব্যে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছেন।

২০১৭ সালে ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন পাক ক্রিকেটার শারজিল খান। তবে হঠাৎ শর্তহীন ক্ষমা চাওয়ায় শিথিল হয় শারজিলের শাস্তি। এছাড়া পাকিস্তান সুপার লিগের এবারের আসরেও খেলার সুযোগ পান শারজিল। টুর্নামেন্টে করাচি কিংসের হয়ে খেলেন তিনি।

শারজিলের প্রতি পিসিবির এমন নমনীয় আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন হাফিজ। সম্প্রতি টুইটারে একটি প্রশ্নের জবাবে হাফিজ লেখেন, ‘পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমাদের কি দারুণ প্রতিভাবান কিছুর চেয়ে সম্মান এবং মর্যাদাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়?’

হাফিজের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘কোনটা সঠিক, কোনটা বেঠিক- এসব মতামত দেওয়ার চেয়ে নিজের ক্রিকেটের প্রতি মন দিলেই ভালো করবেন আপনি।’

এছাড়া হাফিজসহ ক্রিকেটারদের নীতি নির্ধারণী বিষয়ে মন্তব্য না করতে বলেছেন ওয়াসিম খান। তিনি বলেন, ‘বর্তমান খেলোয়াড়দের অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। অন্য কোনো খেলোয়াড়ের সমালোচনা করা কিংবা কোনো নীতি নির্ধারণী বিষয়ে কথা বলাও উচিত নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ