রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে চোরের হামলায় ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পরিষদ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা চুরিকে কেন্দ্র করে চোরেরা ব্যবসায়ীদের ওপর এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও হামলায় আহতরা জানিয়েছেন, উপজেলার পরিষদ বাজারে আবির কনফেনশনারীতে দৌলতপুর কলেজ মোড় এলাকার চিহ্নিত চোর ও মাদক ব্যবসায়ী রায়হান (৩০) ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে দৌড় দেয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সবুজ হোসেনসহ ৫-৬ জন বাজারের লোকজন চোর রায়হানকে ধাওয়া দিলে সে বাড়ি গিয়ে আশ্রয় নেয়। পরে তারা বাড়ির লোকজনকে বললে চিহ্নিত চোর ও মাদক বিক্রেতা রায়হানের নেতৃত্বে ১০-১২ জন সংঘবদ্ধ চোর ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে এলকাবাসী চোরদের হাত থেকে ব্যবসায়ীদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে তাদের চিকিৎসা দেয়। চোরদের হামলায় ব্যবসায়ী সবুজ (২৫) ও তার বড়ভাই রিপন (২৮), অপর ব্যবসায়ী নাজমুল (২৫) এবং নয়ন (২২) ও সৈকত (১৮) আহত হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল হয়েছে। তবে ব্যবসায়ীদের ওপর হামলাকারী কোন চোরকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, দৌলতপুরের চিহ্নিত চোর ও মাদক বিক্রেতা রায়হানের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করে না বলে উপজেলা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।